প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০১:৫১ এএম
বাগেরহাটের রামপাল ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আধুনিক মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে আড়ৎ চত্বরে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড`র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, এ রাসেল, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, কাজী রাশেদুল ইসলাম ডালিম প্রমুখ।
এ সময় স্থানীয় এক্সিম ব্যাংক কর্মকর্তা, ফয়লাহাট বাজার ব্যবসায়ী, আড়ৎদার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা এ রাসেল বলেন মৎস্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার নানান সুযোগ সুবিধা প্রদান করে আসছে। আপনাদের ব্যবসা পরিচালনায় আধুনিক পদ্ধতিতে মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য বহুমুখী ভবন নির্মাণ, বরফকল স্থাপনসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে। বাগেরহাটের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে এ এলাকার চাষিরা এগিয়ে আছেন। আরও বেশি উতপাদন বাড়াতে আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
এসএই