• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মামলা চলমান থাকা জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় তোলপাড়

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০১:২৪ এএম

মামলা চলমান থাকা জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় তোলপাড়

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাট প্রতিনিধি

আদালতে মামলা চলমান থাকা একটি জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় বাগেরহাটের চিতলমারী উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে  মঙ্গলবার (০১ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত ।

বুধবার (০২ নভেম্বর) সংশ্লিষ্ট মামলার বাদী পক্ষের আইনজীবি সুদেব কুমার মৃধা জানান, আদালতে মামলা চলমান অবস্থায় বিরোধপূর্ণ জায়গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার মালিকানার সাইনবোর্ড টানিয়ে অন্যায় করেছেন। বিষয়টি ০১ নভেম্বর মহামান্য আদালতে উত্থাপিত হয় । আদালত বিষয়টি আমলে নিয়ে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

জানা যায়, নির্বাচনী বিরোধের রেশ ধরে স্থানীয় এক ইউপি সদস্য ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তা তৈরীর কথা বলে সুকৌশলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিয়ে সাইনবোর্ড টানিয়েছে । এর প্রতিবাদে এলাকার সংখ্যালঘুরা  মানববন্ধন করে।

সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি সদস্য রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, জনগণের সেবা করতে এসে মামলার বিবাদী হয়েছি।এলাকার কারো সাথে আমার বিরোধ নেই। একজন মেম্বার হয়ে আমি কিভাবে এসিল্যান্ড মহোদয়কে প্রভাবিত করবো- সেটা বুঝিনা। সবাই শান্তিতে থাকুক সেটাই চাওয়া।

বুধবার (০২ নভেম্বর) চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী বলেন, মহামান্য আদালতের কোন নোটিশ আমার হাতে পৌঁছায়নি।তাই কিছু বলতে পারছি না। আর আলোচিত ওই জায়গা কাগজপত্রে সরকারী জমি।উপজেলার ১৩নং কির্ত্তনখালী মৌজার এসএ ৭৩নং খতিয়ানের ২২৪০নং দাগের ৭২ শতক জমির মধ্যে ২৬ শতক জমি সরকারের পক্ষে জেলা প্রসাশকের নামে রেকর্ডভূক্ত রয়েছে। যা বিআরএস ১নং খতিয়ানের ২৯৯৪নং দাগের ২৬ শতক জমি। কোন ব্যক্তি রেকর্ডীয় সম্পত্তির উপর ডিমার্কেশন করা হয়নি।

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ