• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মহিপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট, যুবক গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ১২:৪৯ এএম

মহিপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট, যুবক গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি

মহিপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেয়ায় আরিফুল ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল গভীর রাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফ সহ অজ্ঞাত ২/৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গতকাল দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোষ্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডি সহ মোবাইল উদ্ধার করে মহিপুর থানা পুলিশ  । আজ দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

এসএই

 

আর্কাইভ