• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৭:০৪ এএম

গাইবান্ধায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর পাঁচটার দিকে গাইবান্ধা পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা পৌর শহরের পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে সাব্বির হাসান (৩২) ও হরিণসিংহা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে রাশেন মিয়া (৩৩)।

পুলিশ জানায়, প্রতিনিয়ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাইবান্ধায় ছিনতাই হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ইতোমধ্যে থানায় ছিনতাইয়ের অনেক অভিযোগ জমা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ওয়াহেদুল ইসলাম সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।‍‍`

 

 

এসএই

 

আর্কাইভ