• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কালোবাজারে জেলেদের চাল, গ্রাম পুলিশসহ ২ আটক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ১০:১৬ পিএম

কালোবাজারে জেলেদের চাল, গ্রাম পুলিশসহ ২ আটক

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় আমড়াগাছিয়া বাজারে মঙ্গলবার (১ নভেম্বর ) সকালে  কালোবাজারে বিক্রি করা জেলেদের ১ টন চাল জব্দ ও একজন গ্রাম পুলিশসহ ২ জনকে আটক করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের কামাল হোসেনের দোকানে অভিযান চালিয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী ১৯টি বস্তায় ১ টন চাল জব্দ করেন। এ সময় দোকানী কামাল হোসেন ও ধানসাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল কালোবাজারে বিক্রি ও মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে ১ টন চাল জব্দ করা হয়েছে। চাল কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার দায়ে দোকানীসহ একজন গ্রাম পুলিশকে আটক করা হয়। পরে জব্দকৃত চালসহ আটক দুইজনকে শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। 
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, চাল আটকের ঘটনায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ