• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৯:২৪ পিএম

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস উদযাপিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ বিতরণ ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে আজ জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিসবটি উপলক্ষে সকালে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান বক্তব্য রাখেন। সভা শেষে ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবককে প্রশিক্ষণের সনদ ও ১০ জন যুবককে সাড়ে তিন লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ