• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৯:১৫ পিএম

মাগুরায় জাতীয় যুব দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় এ দিবস উপলক্ষে মাগুরা যুবউন্নয় অফিস চত্বরে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। পরে সেখানে আলোচনাসভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মাগুরা যুব উন্নয়নের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু প্রমুখ।
জেলা যুব উন্নয়ন অধিদফতর এ সকল কর্মসূচির আয়োজন করে।

 

এএল/

আর্কাইভ