• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গাইবান্ধায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভষ্মিভূত

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৮:২৫ পিএম

গাইবান্ধায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভষ্মিভূত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্র চারমাথা এলাকার বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ভোরে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে শাওন মেশিনারী, সততা মিলস এন্ড মেশিনারী, আরএম ট্রেডার্স, শামীম  স্টোর, অহন মটরসসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে।

সততা মিলস এন্ড মেশিনারীর স্বত্বাধীকারী বজলুর রশিদ বলেন, ‍‍`প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। হঠাৎ করে ভোর রাতে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার সব শেষ। সাতটি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।‍‍`

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল রানা রতন বলেন, ‍‍`আমার তিনটি দোকান ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। এখন কি করে খাব, সব গেলো আগুনে।‍‍`

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার সিটি নিউজ ঢাকাকে বলেন, ‍‍`বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।‍‍`

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ