• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধোবাউড়ায় জাতীয় যুব দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৭:৪৬ পিএম

ধোবাউড়ায় জাতীয় যুব দিবস পালন

ধোবাউড়া প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। পরে হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার লায়লা আক্তার। 

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী সমাজসেবা অফিসার কামরুজ্জামান শাওন, আনসার ভিডিপি অফিসার নৃপেন্দ্র চন্দ্র প্রমুখ। পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যুব দিবসের জাতীয় অনুষ্ঠান প্রচার করা হয়।

এএল/

আর্কাইভ