• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১০:০৯ পিএম

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম মামুন হাওলাদার। তিনি কাউখালী উপজেলার ৫ শিয়ালকাঠি ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে,  ইউপি সদস্য মামুন আজ সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিজ মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে যাচ্ছিলেন । এ সময় কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে। পরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ  নিহত ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে। তবে  এ হত্যাকাণ্ডের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এএল/

আর্কাইভ