• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৭:৪৩ পিএম

সিরাজগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমেনা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার পূত্রবধূ অজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামানিকের মেয়ে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান  এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর। ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানীকালে মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

এএল/

আর্কাইভ