• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে সূর্যস্নান পূজার আনুষ্ঠানিকতা শেষ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৫:২৮ পিএম

সৈয়দপুরে সূর্যস্নান পূজার আনুষ্ঠানিকতা শেষ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পশ্চিমা হিন্দু ও মাড়োয়ারি সম্প্রদায়ের দু’দিনব্যাপী ছট বা সূর্যস্নান পূজা আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সোমবার (৩১ অক্টোবর) সকালে । আগের দিন রবিবার বেলা ৪টায় এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূর্ণ্যার্থীদের সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের হাজারও নারী, পুরুষ, শিশু নতুন জামা-কাপড় পরে রবিবার দুপুর ২টার পর থেকে ঢাক-ঢোলের বাজনাসহ মাথায় প্রসাদের সামগ্রী নিয়ে জড়ো হতে শুরু করেন খড়খড়িয়া নদীর দুই তীরে। বিকাল ৪টা বাজতেই নদীর দুই তীরের ভক্তরা পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে নমস্কার করতে শুরু করেন। বেলা ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নমস্কার জানানো চলতে থাকে।

ভক্তরা জানান, পূজা উপলক্ষ্যে গত তিন দিন ধরে উপোস ব্রত পালন করছেন তারা। পূজার প্রথম দিন এবং সোমবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একইভাবে নমস্কার করে দ্বিতীয় ও শেষ দিনের মতো পূজার আনুষ্ঠানিকতা পালন করা হয়।

এক ভক্ত বলেন, ‍‍`ছট মায়ের আর্শিবাদ পেতেই আমরা মানত ও এই পূজা করে থাকি।‍‍`

প্রসঙ্গত, সৈয়দপুরের এই পূজা নীলফামারীর সবচেয়ে বড় ছট পূজা। এই পূজায় অংশ নিতে জেলার বিভিন্ন অঞ্চলের পশ্চিমা হিন্দু সম্প্রাদায়ের লোকজন জড়ো হন খড়খড়িয়া নদীর দুই তীরে।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ