• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১২:২৪ এএম

সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । গত শনিবার (২৯ অক্টোবর) রাতে এ উপলক্ষে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে সংগঠনের সৈয়দপুর শাখার উদ্যোগে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

“শোষনের বেড়াজালে মানুষের প্রাণ,মুক্তির মিছিলে লড়াউয়ের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী বাবু তুষার কান্তি রায়, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আ শামীম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত, সৈয়দপুর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো প্রমূখ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস পুরো আলোচনা সভাটি সঞ্চালনা করেন।

পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়েতুর রহমান রোবায়েত এর পরিচালনায় আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার শিল্পীরা সংগীত পরিবেশন ও আবৃত্তি  করেন। আর আবৃত্তি ও সংগীতানুষ্ঠান পর্বটি উপস্থাপনায় ছিলেন রাজিয়া সুলতানা ফারহানা।

এর আগে বিকেলে শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য ও শিল্পীরা অংশ নেন।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ