• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নোয়াখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১১:৫৫ পিএম

নোয়াখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী শহর মাইজদীতে মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে জান্নাতি মায়মুনা নিহারীকা (১১)নামে  নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণি প্রাত: শাখার ছাত্রী আহত হয়েছে।

আহত শিক্ষার্থী জান্নাতী মায়মুনা  সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ এলাকার  রিয়াজ মাহমুদের মেয়ে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ছাত্রীর মা রোমানা আক্তার  জানায়, স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে মুখোশধারী বখাটেরা জান্নাতী মায়মুনার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির বাম হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এসএই

 

আর্কাইভ