• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১০:১১ পিএম

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার ভোরে ফজরের নামাজের পর লোকমান হোসেনের সাথে ছোট ভাই মোশারফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ঘটনা স্থলেই লোকমান জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড ।

 

 

এসএএস

আর্কাইভ