প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৯:৫৫ পিএম
বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন না যেতেই শতাধিক পিকআপ ভ্যানে লাল সবুজের পতাকার রঙে নৌকা সাজিয়ে শোডাউন করেছে আওয়ামীলীগ।
রোববার(৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে নৌকার এ শোডাউন শুরু হয়।
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের এ শোডাউনের আয়োজন করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
নগরীর সিটি বাজার, শাপলা চত্বর হয়ে মডার্ণ মোড়, দর্শনা হয়ে বাসটার্মিনাল,সিও বাজার হাজিরহাট, বুড়িরহাট, মাহিগঞ্জ, পার্কের মোড় হয়ে ৩৩ টি ওয়ার্ডেই দিনব্যাপী চলেছে এ শোডাউন। ব্যান্ড পার্টির সদস্যদের বাদ্যযন্ত্রের তালে তালে চলা শোডাউন একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে ছিলো সড়কের দুপাশে।
রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। স্বাধীনতার ৫২ বছরে রংপুরের যতটুকু উন্নয়ন হয়েছে, বেশির ভাগ উন্নয়নেই আওয়ামীলীগ সরকার করেছে। রংপুরের মানুষ উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে।
এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশের পরের দিন নৌকার শোডাউনকে অনেকেই রাজনৈতিক অবস্থান জানান দেয়ার বিষয় হিসেবে দেখছেন।
এসএএস