• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৯:৪৮ পিএম

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশী শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. লিখন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লিখন মিয়া ওই গ্রামের মো: রেজাউল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু লিখন মিয়া বাড়ির উঠানে প্রতিবেশী শিশুদের সাথে খেলাধুলা করছিল। এরই মধ্যে সবার অজান্তে লিখন মিয়া বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায়। তখন তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এরই একপর্যায়ে পুকুরের পানিতে লিখনকে ভাসতে দেখে স্বজনরা তার মরদেহ মৃত উদ্ধার করেন।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন সরকার সিটি নিউজ ঢাকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`প্রতিবেশী শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে লিখন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।‍‍`

 

এসএএস

আর্কাইভ