• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাংনীতে কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৯:৪৪ পিএম

গাংনীতে কৃষকের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে জনির উদ্দীন জগত (৫৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ অক্টোবার) দুপুর ১২ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনির উদ্দীন জগত ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত কমেদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জনির উদ্দীন নামের এক কৃষকের মরদেহ হেমায়েতপুর মাঠে পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জনির উদ্দীনের স্ত্রী হালিমা খাতুন জানান, আমতৈল গ্রামের আব্দুর রহমানের ছেলে গাফফার আলী ও তার বোন রেশমা খাতুনের কাছ থেকে প্রায় ২০ শতক জমি ক্রয় করা হয়। ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে গড়িমসি করতে থাকে। জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে গাফফার আলী হত্যার হুমকি দেয়। জমির বিরোধে প্রতিপক্ষরা তার স্বামীকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, জনির উদ্দীন জগত এলাকায় কৃষি কাজের পাশপাশি (জমি মাপা) সার্ভেয়ারের কাজও করতো। তার মরদেহ হেমায়েতপুর গ্রামের একটি মাঠের ভুট্টোক্ষেতে পড়ে থাকা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ