• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কিশোর গ্যাং প্রতিরোধে সৈয়দপুরে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৭:৩০ পিএম

কিশোর গ্যাং প্রতিরোধে সৈয়দপুরে সচেতনতামূলক ক্যাম্পেইন

নীলফামারী প্রতিনিধি

কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব ঠেকাতে নীলফামারী সৈয়দপুরে সামাজিক সচেতনতমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে শহরের গোলাহাট গফুরিয়া দাখিল মাদ্রাসায় ওই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর আয়োজনে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইন বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র সাবিয়া সুলতানা, সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক নওশাদ আনসারী প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, শহর কি গ্রাম সর্বত্রই বেড়ে চলেছে মোবাইল আসক্তি, ইন্টারনেট গেম এবং এরপর সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাংয়ের। যার বিরুপ প্রভাব পড়ছে আমাদের সমাজে। তাই আমরা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সকলকে সচেতন করছি। আমাদের এই সচেনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সামিউল, রাজা, শাহিদ, মারুফ প্রমুখ। উক্ত ক্যাম্পেইনে এলাকার মোবাইল ইন্টারনেট ও অনলাইন জুয়ায় আসক্ত তরুদের একত্রিত করা হয়। এবং তাদের মাঝে এর কুফল তুলে ধরা হয়।

 

এসএএস

আর্কাইভ