• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান হয়ে ছাত্রীর গাল কেটে দিল বখাটে

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৪:৩০ এএম

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান হয়ে ছাত্রীর গাল কেটে দিল বখাটে

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি  না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে কলেজ ছাত্রীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামের এক বখাটে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজ গেইটে এই ঘটনা ঘটে। জাহিদ গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, র্দীঘদিন যাবত কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ইভটিজিং করে আসছিল বখাটে জাহিদ।  তার প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে কলেজ গেইটে অবস্থান নেয় বখাটে জাহিদ ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রী কলেজ গেইটে আসলে তার পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেয় জাহিদ। কিন্ত তাতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখ ও গালের বেশ কয়েকটি স্থান কেটে দেয় ওই বখাটে। এই পর ঘটনার পর হট্টগোল সৃষ্টি হলে পালিয়ে যায় বখাটে জাহিদ। পরে কলেজ ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি মো. ফারুক হোসেন বলেন, এখনো এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

এসএই

আর্কাইভ