• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ময়মনসিংহে হেনট্রলি-মাহিন্দ্র সংঘর্ষে নানি-নাতির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৩:২৮ এএম

ময়মনসিংহে হেনট্রলি-মাহিন্দ্র সংঘর্ষে নানি-নাতির মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

ময়সনসিংহের সদর উপজেলায় হেনট্রলিতে মাহিন্দ্রার ধাক্কায় নানী-নাতি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

নিহতরা হলেন, জেলার তারাকান্দা উপজেলার সুলেমান মিয়ার ছেলে সানি (৭), মৃত হাসেন আলীর মেয়ে হালিমা (৫২)। সম্পর্কে তারা নানি-নাতি হয়।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুরের নিপা অটো রাইস মিলের সামনে এই ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর পাশের অটো রাইসমিল থেকে একটি হেনট্রলি সড়কে উঠছিল। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মাহিন্দ্র হেনট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ৬ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

 

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ