• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০৭:৪২ পিএম

সৈয়দপুরে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন

নীলফামারী প্রতিনিধি

কমিউনিটি পুলিশংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র স্লোগানে নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে সৈয়দপুর থানা চত্বরে সৈয়দপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে  ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ এর শুভ উদ্বোধন করা হয়। পরে থানা চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুলিশিং ডে‍‍`র শুভ উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল রায়হান প্রমুখ।


আলোচনা সভায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একে এম রাশেদুজ্জামান, প্যানেল মেয়র শাহীন হোসেন, পৌর কাউন্সিলর বেলাল আহমেদ, নজরুল ইসলামসহ সৈয়দপুর থানার কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ