• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৭০০ রিকশা-ভ্যানে রংপুরে গেলেন নেতা-কর্মীরা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০৬:৪৬ পিএম

৭০০ রিকশা-ভ্যানে রংপুরে গেলেন নেতা-কর্মীরা

নীলফামারী প্রতিনিধি

পরিবহন ধর্মঘট। তবুও যেতে হবে রংপুরে বিএনপির গণসমাবেশে। তাই এই গণসমাবেশে যোগ দিতে নীলফামারীর সৈয়দপুরের হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে রওনা দিয়েছেন। 

প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহরটির নেতৃত্ব দেন সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লোকমান। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের উপকণ্ঠে কামারপুকুর, চিকলী ও খিয়ার জুম্মা নামক স্থান থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানগুলো।

সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে।
জেলা বিএনপির নেতা আব্দুল খালেক জানান, ৭০০ রিকশা-ভ্যানের বহরে সৈয়দপুরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির শত শত নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। ৩৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগবে।পথে আরও নেতা-কর্মী যোগ দেবেন ওই বহরে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লোকমান জানান, ইতোমধ্যে রিকশা-ভ্যানের বহরটি সমাবেশ স্থলে পৌঁছে গেছে। পথে পথে আনন্দ হয়েছে বলে জানান তিনি।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ