• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই---খাদ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০২:৩৯ এএম

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই---খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশের মানুষের খাবারের অভাব নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে সাপাহার উপজেলার মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। শেখ হাসিনা সকলের জন্য বাড়ি করে দিচ্ছেন। গরীব মানুষকে ১৫ টাকায় চাল দিচ্ছেন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্য শস্যের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে তার জন্য কাজ করছে। জনগণকে খাদ্যের অপচয় রোধ করতে এবং চাষযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহারে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

গোয়ালা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান।

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম।

প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

 

এসএই

 

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ