• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৯:২৪ পিএম

পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিএনপি

রংপুর ব্যুরো

শান্তিপ্রিয় রংপুরকে অশান্ত নগরী তৈরির পাঁয়তারা করছে বিএনপি। তারা পরিকল্পিতভাবে ভিন্ন উদ্দেশ্যে আমাদের ব্যানার, ফেস্টুন, পোস্টারের ওপরে তাদের ব্যানার রাতের অন্ধকারে লাগিয়ে দিয়েছে। তারা পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতা সাফি বলেন, ‘আমরা চাই বিএনপি তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করুক। কিন্তু তারা বিশৃঙ্খলার জন্য বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবির ওপর তাদের ব্যানার টানিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। তারা আজকের মধ্যে যদি এসব ব্যানার-ফেস্টুন অপসারণ না করে, তাহলে আমাদের নেতা-কর্মীরা সেটি অপসারণ করতে বাধ্য হবে। এতে করে যদি নগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বিএনপিকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বলেন, ‘তাদের (বিএনপি) কাজ হচ্ছে জঙ্গি কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকে যে ঘটনা, তা তাদের পরিকল্পনার একটি অংশ। 

যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকে, সেখানে কীভাবে তারা তাদের নেতার ছবি লাগায়!’ এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, সাংগঠনিক সম্পাদক রুবেল, দফতর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট বিভুতি ভুষণ সরকার সুমন, কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাদ আরমান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীনসহ অন্য নেতৃবৃন্দ। 

এদিকে আজ বিকেল ৪টায় নগরীর কালেক্টরেট ঈদ গাহ মাঠে বিএনপির সমাবেশ স্থল মাঠেই সংবাদ সম্মেলন ডেকেছে রংপুর মহানগর বিএনপি। সেখানেই এ বিষয়ে কথা বলবেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ।

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ