• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে শিক্ষার্থীদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৫:৫৬ পিএম

নড়াইলে শিক্ষার্থীদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মিলনায়তনে শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী দাবা খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। প্রতিযোগিতায় ১০টি বিদ্যালয়ের ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, যুগ্ম সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতিযোগিতা শেষে বালক ও বালিকা গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে দাবাড়ুদের জার্সি উন্মুক্ত করা করা হয়।

এএল/

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ