• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে মুসলিম এইডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ১০:১১ পিএম

সৈয়দপুরে মুসলিম এইডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুইটি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর স্কিল ডেপেলপমেন্ট প্রজেক্টের আওতায় সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে ওই সনদপত্র  ও ভাতার অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া শাইল্যার মোড় এলাকায় সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মো. রিপন মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
এ সময় লক্ষণপুর স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. শরিফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন ও টেইলরিং অ্যান্ড ড্রেসমেকিং বিষয়ের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৮৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এএল/

আর্কাইভ