প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৮:৩১ পিএম
কুড়িগ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদরে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন। আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী মো. দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এতে আবুল কালাম আজাদ ও তার বড় মোছা. ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।’
এএল/এসএই