• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মানিকগঞ্জে শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৬:৩১ পিএম

মানিকগঞ্জে শিক্ষক দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আলোচনাসভা ও র‌্যালির মধ্যদিয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দেশে প্রথমবারের মতো সরকারিভাবে ‘শিক্ষক দিবস’ উদযাপিত হচ্ছে। দেশের সকল স্তরের শিক্ষকরা এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। শিক্ষকদের হাতে শিক্ষার রূপান্তর শুরু এই শাশ্বত চিরন্তন সত্য কথাটি শিক্ষক দিবসে ফুটে উঠায় শিক্ষকের গুরুত্ব ও মর্যাদা নতুন করে প্রতিষ্ঠিত হবে।

 

এএল/

আর্কাইভ