• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৭:৩৮ এএম

পাবনায় চরমপন্থি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়া থানা এলাকার একদন্ত গ্রামে এক চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশের দাবি নিহত চরমপন্থী সদস্য মুছা খাঁ (৩৫) নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের (পূর্ববাংলা সর্বহারা পার্টির) সদস্য ছিলো। কয়েক বছর আগে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

একদন্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, বুধবার(২৬শে অক্টোবর) বিকেলে আটঘরিয়ার একদন্ত চাঁচকিয়া ওলির মোড়ে একটি চা স্টলের পেছনে ক্যারাম খেলছিল মুছা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে স্লোগান দিয়ে চলে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ধারণা করা হচ্ছে চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই তদন্ত মাধ্যম আইনের আওতায় আনা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ