• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লালমনিরহাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ১২:২৪ এএম

লালমনিরহাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

কলেজ ছাত্রীকে ধর্ষণ অভিযোগে লালমনিরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক প্রমোদ কুমারকে সদর থানার পুলিশ আটক করেছে। শিক্ষক প্রমোদ কুমারের বাড়ী রংপুর মিঠাপুকুরে। ওই কলেজ ছাত্রী শিক্ষক প্রমোদ কুমারের সর্ম্পকে ফুফু শ্বাশুড়ী।

প্রমোদ কুমার লালমনিরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক। বিবাহিত হয়েও তার নিকটতম ফুফু শাশুড়ি কলেজ ছাত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই শিক্ষক । ওই কলেজ ছাত্রী কাকিনা উত্তর বাংলা ডিগ্রী কলেজের ছাত্রী।

অবৈধ মেলা মেশার পর স্কুল শিক্ষককে বিয়ে করার প্রস্তাব দিলে সে রাজী হয়নি। বিয়ে না করায় ওই ছাত্রী মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই স্কুল শিক্ষককে স্টেডিয়াম এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল আলম জানান, শিক্ষক প্রমোদ কুমার এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেছে। তাকে সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের বিচারক আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

 

এসএই

আর্কাইভ