• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৬:৩৯ এএম

কাপাসিয়ায় মাটির দেয়াল ধসে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মাটির দেয়াল ধসে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার কড়িহাতা ইউনিয়নে  এ দুর্ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত আলামিন নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আনিসুর রহমান (৯) ইকুরিয়া গ্রামে বেলায়েত মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে বেলায়েতের টিনের ঘরের উপর পড়ে। এতে শিশু আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যায়।

লোকজন বেলায়েত মোল্লা ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করেন। বেলায়েতের বড় ছেলে আলামিনকে (১১) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেয়াল ধসে তার স্ত্রীসহ দুই মেয়েও আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান বলেন, ‍‍`খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গিয়েছি। তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।‍‍`

 

এসএএস

আর্কাইভ