• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৈদ্যুতিক শকে মৃত্যু, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করল এলাকাবাসী

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৬:২২ এএম

বৈদ্যুতিক শকে মৃত্যু, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করল এলাকাবাসী

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের মুক্তাগাছায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গনেশ্যামপুর এলাকায় বৈদ্যুতিক শকে নজরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে দায়ী করে নজরুলের স্বজনরা ও  বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ পল্লী বিদ‍্যুৎ সমিতি -১ অফিস ঘেরাও করে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই এলাকার ফয়েজ উদ্দীনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে গনেশ‍্যামপুর এলাকায় একটি বাঁশ ঝাড়ের বাঁশ বিদ‍্যুতের তারের উপর পড়ে। এলাকাবাসী বিদ‍্যুৎ অফিসে ফোন করলে মঙ্গলবার বিকালে নজরুল ওই লাইনের পড়ে থাকা বাঁশ কাটাতে যায়। বাঁশ কাঁটা শেষ না হতেই বিদ‍্যুৎ অফিস থেকে তার সাথে কোন যোগাযোগ ছাড়াই হঠাৎ লাইন চালু করে দেয়। বিদ‍্যুৎ লাইন চালু হলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিতা ফয়েজ উদ্দীন জানান, আমার ছেলেকে বিদ্যুৎ অফিসে অনেক দিন ধরে কাজ করে। অফিস থেকেই তাকে লাইনের উপর পড়ে থাকা বাঁশ কাটার জন্য পাঠায়। বাঁশ কাটা শেষ না হতেই তার সাথে কোন যোগাযোগ করে বিদ্যুৎতের লাইন চালু করে দেয়। নজরুলের চারজন মেয়ে রয়েছে। তারা কই যাবে? কি করবে আপনারাই বলুন? আমার ছেলেকে আমি ফেরত চাই।

ময়মনসিংহ পল্লী বিদ‍্যুৎ সমিতি -১ এর এজিএম (এম এস) মো.রিফাতুল করিম জানান, নজরুল ইসলাম আমাদের অফিসের রেজিস্টারভুক্ত কোন ইলেকট্রিশিয়ান না। বিষয়টি তদন্ত করলে বুঝা যাবে এ ঘটনায় কারো গাফিলতি আছে কি না।

মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁন মিয়া জানান, ঘটনাটি ময়মনসিংহ সদর থানা এলাকার, নিহতের স্বজনদের সদর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। একালাবাসীর দাবি বিদ‍্যুৎ অফিসের অবহেলায় নজরুলের মৃত্যু হয়েছে।

 

 

এসএএস

আর্কাইভ