• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৫:৩৮ এএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আসামিসহ দুই পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাই‌লের মধুপু‌রে চলন্ত ট্রা‌কের পেছ‌নে মাই‌ক্রোবাসের ধাক্কায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পু‌লিশ সদস্য নিহত হ‌য়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার গোলাবা‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জামালপুর সদরের নারায়নপুর পু‌লিশ ফাঁ‌ড়ির সদস‌্য নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মাজহারুল আমিন বলেন, ‍‍`ধর্ষণের আসামির মে‌ডি‌কেল পরীক্ষা শে‌ষে মাই‌ক্রোবা‌সে ঢাকা থে‌কে জামালপুর ফেরার প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এক‌টি ট্রা‌কের পেছ‌নে ধাক্কা লা‌গে। ঘটনাস্থ‌লেই দুই পু‌লিশ সদস‌্য ও ধর্ষণ মামলার আসামির মৃত‌্যু হয়। এসময় আহত হয় আ‌রও দুজন।‍‍`

তি‌নি আ‌রেও জানান, মঙ্গলবার সকা‌লে মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া‌ শে‌ষে পু‌লিশ সদস‌্যদের মর‌দেহ যার যার ইউ‌নি‌টি‌তে পাঠা‌নো হ‌বে।

 

এসএএস

আর্কাইভ