• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝালকাঠিতে শতাধিক বসতঘর বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৫:২৬ এএম

ঝালকাঠিতে শতাধিক বসতঘর বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‍‍`সিত্রাং‍‍` এর আঘাতে উপকূলীয় জেলা ঝালকাঠিতে গাছ পড়ে ভেঙ্গে গেছে প্রায় শতাধিক বসতঘর। ‍‍`সিত্রাং‍‍` এর তান্ডবে জেলার কয়েক হাজার ছোট বড় ও মাঝারি আকারের গাছ হেলে ও ভেঙ্গে পড়েছে। কিছু এলাকায় সাময়িক সময় বিদুৎ থাকলেও অধিকাংশ জায়গায় বিদুৎ সরবারহ বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সিত্রাং এর প্রভাবে জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের খুটি ও সঞ্চলনায় লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে বিদুৎ সরবারহ। বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল থেকে রোদ ওঠায় অনেক ফসল ও সবজির ক্ষেত শুকিয়ে যেত শুরু করেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধিতে ক্ষেত তলিয়ে লাল শাক, ধূনে পাতা, পালন শাক, মূলা শাক, খিরাই, মূলাসহ নানা প্রকারের সবজি ও শাক নষ্ট হয়ে গেছে। রোদ ওঠায় এ সবজি ও সফলের গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উৎপাদিত সবজি পঁচে যাওয়া থেকে রক্ষার জন্য অল্পদামে বিক্রির জন্য কৃষকরা তা দ্রুত তুলে বাজারে নিচ্ছে। অনেক ক্ষেতের পেপে ও কলাগাছ সহ নানা গাছ ঝড়ে ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়  ‍‍`সিত্রাং‍‍` এর তান্ডবের ফলে বসতঘর,গাছপালা, ফসল ও সবজির ক্ষতির পরিমান জানাযায়নি। ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

 

এসএএস

আর্কাইভ