• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পাটি রাজপথে প্রতিবাদ করছে। -জিএম কাদের

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ১০:৪৭ পিএম

আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পাটি রাজপথে প্রতিবাদ করছে। -জিএম কাদের

নীলফামারী প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পাটি রাজপথে প্রতিবাদ করছে বলে জাতীয় পাটির বিরুদ্ধে সরকার মিথ্যাচার করছে। সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য নয় বরং তারা অন্যায় করেছে বলেই বিরোধীতা করা হচ্ছে। 

অনিয়ম দুর্নীতি করায় জনগণের আস্থা হারিয়েছে শেখ হাসিনার সরকার। তাই জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই জাতীয় পার্টি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো।
 

উপরোক্ত মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপি। তিনি মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় ছাত্র সমাজের রংপুর মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি আকাশপথে সৈয়দপুরে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মাহমুদ হাসানের বক্তব্যের প্রেক্ষিতে এই কথাগুলো বলেন।
 

এ সময় তার সঙ্গে ছিলেন, পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আলহাজ আদেলুর রহমান আদেল এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফিজুর রহমান মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন।
জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি গণমানুষের সংগঠন। আমরা সব সময় জনগণের কল্যাণে কাজ করি। তাই জনস্বার্থেই সব ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগীতা করেছি। খারাপ করায় তার প্রতিবাদও জানাই। এতে মনোক্ষুণ্ণ হয়ে মিথ্যে অপপ্রচার চালালে সময়েই তার উপযুক্ত জবাব দেয়া হবে।
 

সরকার দুর্নীতিতে এতটাই নিমজ্জিত যে, সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না। সত্য আড়াল করতে তারা মিথ্যাচারে মেতে উঠেছে। তাই তাদের সঙ্গে আমরা আর নেই। আগামী সাধারণ নির্বাচন সারা দেশে জাতীয় পার্টির এককভাবে প্রার্থী দিবো। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বেই সরকার গঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।
 

এএল/

আর্কাইভ