প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৭:৪৯ পিএম
ঝড়ের প্রভাবে নড়াইলের মাদরাসা এলাকায় বটগাছ পড়ে মাওয়া-বেনাপোল মহাসড়ক বন্ধ থাকার প্রায় ১৯ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহাসড়কের ওপর গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ কারণে নড়াইল, যশোর, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা-বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। সোমবার বিকেলে সড়কের ওপর গাছটি পড়লেও উদ্ধার অভিযান অনেক দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিসসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের ভেতরে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মর্জিনা বেগম (৩৫) নামে এক গৃহপরিচালিকার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মর্জিনা বাগেরহাট সদর উপজেলার অর্জুনবাহার গ্রামের আকুব আলী শেখের মেয়ে। মর্জিনা তার আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকায় ভাড়া থাকতেন। তিনি অন্যের বাসায় গৃহপরিচালিকার কাজ করতেন। উপজেলা পরিষদ থেকে ভাড়া বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটনা।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মর্জিনার পরিবারকে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।
এএল/