• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নীলফামারী জেলার ডোমারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৭তম শাখা উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৬:১৭ এএম

নীলফামারী জেলার ডোমারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৭তম শাখা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী ডোমার উপজেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর ১৭৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ডোমার বাজারে ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন  প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান ড. মাহবুব উল আলম। ব্যাংকের ব্যবস্থাপনা 

পরিচালক জাফর আলমের সভাপতিত্বে এসময় রাজশাহী অঞ্চল প্রধান শাহরিয়ার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, প্যানেল মেয়র সেলিম রেজা, কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শামছুল হক, শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া করেন মাওলানা আব্দুল খালেক।
বক্তারা বলেন, ডোমারে এই প্রথম বেসরকারি কোন পূর্ণাঙ্গ ব্যাংক উদ্বোধন করা হলো। এই ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

 

এসএই

 

আর্কাইভ