• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
ঘূর্ণিঝড় সিত্রাং

নড়াইলে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০১:২৮ এএম

নড়াইলে গাছের ডাল পড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়-বৃষ্টিতে নড়াইলে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই নারীর নাম মর্জিনা বেগম (৩২)। তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। সোমবার (২৪ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মর্জিনা বেগম বাগেরহাটের স্থায়ী বাসিন্দা। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর ছেলে জিহাদকে (১১) নিয়ে দীর্ঘদিন ধরে লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফ্ফারের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে থেকে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। অন্যান্য দিনের মতো সোমবার সকালে বাসা থেকে কাজের উদ্দেশে বের হন তিনি। পথে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় পৌঁছালে মেহগনি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হয় মর্জিনা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বিষয়টির নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতের স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।’

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ