• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ঘূর্ণিঝড় সিত্রাং

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চের পর ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০১:১৭ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চের পর ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশে বিরাজমান বৈরী আবহাওয়া। এই কারণে বন্ধ করে দেয়া হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চের পর ফেরি চলাচল চলাচল। সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে নদী উত্তাল থাকায় বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফেরি চলাচল বন্ধের বিষয়টি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ বাড়ায় নদী উত্তাল রয়েছে। নদী এলাকায় ঝোড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝোড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

এর আগে দুর্ঘটনা এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

এআরআই

আর্কাইভ