• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ধোবাউড়ায় সুব্রত সাংমা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ১০:৩৯ পিএম

ধোবাউড়ায় সুব্রত সাংমা হত্যার  বিচার দাবিতে  বিক্ষোভ মিছিল  ও মানববন্ধন

ধোবাউড়া প্রতিনিধি

ধোবাউড়ায়  ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশন ও বাগাছাস এর উদ্যোগে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমার হত্যাকারীদের দ্রুত ট্রাইবুনালে বিচার, পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ট্রাইবাল ওয়েলফার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়ার্ড নাফাক,   সেক্রেটারি জেনারেল একজিবিশন বনোয়ারী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র, কৃষকলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ঈমান, মহিলা শ্রমিকলীগের সভাপতি মিনারা বেগম, নারায়ণ হাজং, আবু সুফিয়ান, জেফ সাংমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএল/

আর্কাইভ