• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৭:২৭ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত রোডশোতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মোটরযান পরিদর্শক আবু জামাল, ট্রাফিক সার্জেন্ট অনিমেষ রায় ও আল আমিন।

শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রোভার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় ।
 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ