• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
ঘূর্ণিঝড় সিত্রাং

বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৬:৫৬ পিএম

বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি

ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বরিশালে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। ফলে ভোর ৬টা থে‌কে ব‌রিশা‌লের অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রু‌টের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

এদিকে, রোববার থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবার সকালে মাঝারি ভারি বৃষ্টিতে পরিণত হয়েছে। এরসঙ্গে মৃদু দমকা বাতাস বইছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন দিয়ে মানুষের দিনের যাত্রা শুরু হয়। জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে প‌ড়ে‌ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, সোমবার সকালে জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পে‌য়ে‌ছে।

বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, ‘সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ