• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফুলবাড়ীয়ায় ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত ব্যক্তি মারা গেছে

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৫:২৯ এএম

ফুলবাড়ীয়ায় ধান ক্ষেত থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত ব্যক্তি মারা গেছে

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বাজারের পূর্বপাশের ধান ক্ষেত থেকে  এক  অজ্ঞাত পুরুষ (৫০) কে গুরুতরও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

রবিবার (২৩ অক্টোবর) ভোরে উদ্ধারকৃত ব্যক্তিকে  প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে  মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

ফুলবাড়ীয়া থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, লাশ মর্গে রয়েছে। সি আইডি ও পিবিআই লাশ শনাক্তের চেষ্টা করছে। নিহত ব্যক্তির গায়ে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লাশ শনান্ত হলে আসামী গ্রেফতারে সহায়ক হবে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

এসএই

 

আর্কাইভ