• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জামায়াতের সম্পাদকসহ ১৯ জন গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ১১:১৩ পিএম

জামায়াতের সম্পাদকসহ ১৯ জন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে গোপন বৈঠক চলাকালে গ্রেফতার জামায়াতের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আসামীরা হলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক আকন্দ (৪৭), ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), মোঃ তাজুল ইসলাম (৪৫), আসাদুজ্জামান (৪২), মোঃ শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মোঃ মাহাবুবুল হাকিম (৪২), মোঃ মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), মোঃ নাফিজ (৩১), মোঃ আবু হানিফ (৩৭), মোঃ আল আমিন (৩৭), মোঃ ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফ (৩৮), মোঃ নুরুল হক (৩৮) এবং মোঃ আলমগীর হোসেন (৪২)।

 রবিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক আব্দুল হাই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. জসিম উদ্দিন বিষয়টি করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত ১৯ জামায়াতের নেতাকর্মীকে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করেন। পরে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দেন।

এরআগে শনিবার (২২ অক্টোবর) বিকেলে নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে ওই দিন মধ্যরাতে এসআই মো. আল মামুন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গতকাল শনিবার সকালের দিকে জামায়াতের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করে। মিছিলে পুলিশের সাথে বাগবিতন্ডা হয়। পরে সেখান থেকে জামায়াতের নেতারা চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্টে গিয়ে গোপন বৈঠক করছিল। বৈঠকে জামায়াতের নেতাকর্মীরা সরকার বিরোধী পরিকল্পনা, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করছে।

এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ