• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৯:০০ পিএম

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৩ অক্টোবর) সকাল সাতটার দিকে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


 

ভয়াবহ অগ্নিকান্ডে ওয়েল্ডিং, মুদি দোকান ,হোটেল, কম্পিউটার, মোবাইল, বস্ত্র, টেইলার্সসহ বিভিন্ন দোকান রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মী পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আইনুল হক, মমিনুল ইসলাম, তাপস কুমার রায়, সাইদুল হক, সত্যেন্দ্রনাথ সরকার, রাসেল সরকার, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, খবির উদ্দিন মোল্লা, বারেক হোসেন ও কাল্টু।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাপস কুমারের টেইলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ