• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিখোঁজের ৭ দিন পর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৮:২৯ পিএম

নিখোঁজের ৭ দিন পর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের সাত দিন পর উল্লাপাড়ায় ফকির চাঁন (৩২) নামে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফকির চাঁন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামানিকের ছেলে। পেশায় অটোভ্যান চালক।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ওই অভিযোগের পর গতকাল শনিবার বেলকুচি থানার গরুর হাট নামক স্থান থেকে একজনকে করে। আটকৃক ব্যক্তির দেওয়া বর্ণনা অনুযায়ী রবিবার সকালে পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের মরদেহ উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

আর্কাইভ