• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেস্টুরেন্টে জামায়াতের ‘গোপন বৈঠক’, আটক ১৯ জন

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৮:০০ এএম

রেস্টুরেন্টে জামায়াতের ‘গোপন বৈঠক’, আটক ১৯ জন

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘গোপন বৈঠক’ চলাকালে ১৯ জনকে আটক করেছে পুলিশ। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে নগরের চরপাড়া এলাকায় একটি মিছিল বের করার চেষ্টা করেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান তারা। পরে বিকেলে ওই এলাকার সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করেন জামায়াতের লোকজন। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।

আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ