• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০৫:৩১ পিএম

লালমনিরহাটে  বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুইজনের নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ। 

সীমান্তবর্তী লোকজন জানান, সীমান্তে ৯৮৮নং সীমান্ত পিলারের ১নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশি ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সূত্রের মতে, আইনী জটিলতার কারণে তারা রংপুরের একটি বেসরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা গ্রহণ করছেন। 

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ