প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০৫:১৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অল্প দিনের মধ্যে আবারো বাংলাবান্ধা- ভারতের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে মানুষের যাতায়াত শুরু হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে রিট্রিট প্যারেড গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমি ফিরে যেতে চাই সেই মুক্তিযুদ্ধের সময়, অকৃত্রিম বন্ধু হিসেবে সহযোগীতা করেছিল ভারত। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অনেক সহযোগীতা পেয়েছি। ভ্রাতৃপ্রতিম দেশ ভারতের সহযোগিতার কথা কখনো ভুলবার নয়। বাংলাবান্ধার জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের মধ্যে রিট্রিট প্যারেড তারই একটি স্বাক্ষর বহন করছে।
আমরা মনে করি যুগ যুগ ধরে দু‘দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। আশা করি আমরা সবাই একসঙ্গে চলবো, একসঙ্গে উন্নয়নের গান গাইবো। বিএসএফের আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফের অন্য যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত এবং বাংলাদেশি বিজিবির যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
প্রতিবেশি দুই বন্ধু প্রতীম দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট এই প্যারেড প্রদর্শনের আয়োজন করে।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মনোমুগ্ধকর রিট্রিট প্যারেড উপভোগ করেন।
এএল/